আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : ৩০ লাখ মানুষকে হত্যা ও দুই লাখ মা-বোনের ইজ্জত হরণ এবং মানবতা বিরোধী অপরাধের দায়ে পাকিস্তান সরকারকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।

গণমাধ্যমের মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে, সর্বস্তরে জবাব দিহীতা ও স্বচ্ছতা নিশ্চিতসহ ছয়দফা দাবী আদায়ের লক্ষ্যে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে দেশব্যাপী জাতীয় পতাকা মিছিলের ঘোষনা কর্মসূচি উপলক্ষে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার বেলা ১১ টায় নগরীর সদররোডে সম্মিলিত সামাজিক আন্দোলন জেলা কমিটির নেতৃবৃন্দরা এ কর্মসূচি পালন করেছেন।

অধ্যাপক টুনু রানি কর্মকারের সভাপতিত্বে ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালীন সময় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন শিবানী চৌধুরী, অধ্যক্ষ মোতালেব হাওলাদার, অধ্যাপক নজরুল হক নিলু, অধ্যক্ষ মিজানুর রহমার, অধ্যক্ষ বিরেন রায়, সামসুল আলম সবুজ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চলনা করেন কাজী এনায়েত হোসেন শিপলু।

(টিবি/এসপি/মার্চ ০১, ২০২১)