বাগেরহাট প্রতিনিধি : স্বাধীনতার প্রথম প্রতাকা উত্তোলনের ৫০ বছর পূর্তিতে এবং ২ মার্চকে পতাকা দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতির দািবতে আলোচনা সভা করেছে বাগেরহাট জেলা জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি। মঙ্গলবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সংঙ্গিতের পর জেলা জেএসডি আলোচনা সভার আয়োজন করে। 

বাগেরহাট জেলা জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ খানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা জেএসডির সাধারন সম্পাদক এ কে এম মুজিবর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. রুবেল খান, জেএসডির মোরেলগঞ্জ উপজেলা সভাপতি নীল রতন মিস্ত্রী, রামপাল উপজেলা সভাপতি শেখ আফজাল হোসেন, জেএসডি নেতা শেখ আবুল বাশার, আলমগীর খান, মো. মিরাজ হোসেন, মো. মিলন হাওলাদার প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা, স্বাধীনতা আন্দোলনের শুরুতে ঢাকা বিশ^বিদ্যালয়ে ২ মাচর্ স্বাধীনতার প্রথম প্রতাকা উত্তোলকারী আ স ম আব্দুর রবের ভূমিকা স্মরণ করে ২ মার্চকে পতাকা দিবসকে রাষ্ট্রিয় স্বীকৃতির দাবী জানান।

(এসএকে/এসপি/মার্চ ০২, ২০২১)