স্টাফ রিপোর্টার, গাজীপুর : গাজীপুরে ট্রেনের যাত্রাবিরতিসহ দশ দফা দাবিতে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করা হয়েছে। 

মঙ্গলবার (২ মার্চ) সকালে গাজীপুর প্যাসেঞ্জার কমিউনিটির উদ্যোগে জয়দেবপুর জংশনে এ অবস্থান ধর্মঘট কর্মসূচি পালিত হয়।

জয়দেবপুর রেলওয়ে জংশনে সকল আন্ত:নগর ট্রেনের যাত্রাবিরতি, বগি বৃদ্ধি, জয়দেবপুর রেল ক্রসিংয়ে ওভার ব্রীজ নির্মাণ, জয়দেবপুর স্টেশনে ট্রেনের আসন বৃদ্ধি, জয়দেবপুর রেলজংশনকে আধুনিকায়ন এবং নারী যাত্রীদের জন্য বগি সংযোজনসহ ১০ দফা দাবি জানানো হয়।

গাজীপুর প্যাসেঞ্জার কমিউনিটির সভাপতি প্রকৌশলী সামসুল হকের সভাপতিত্বে কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন, মুক্তিযুদ্ধা হাতেম আলী, আওয়ামীলীগ নেতা আরিফুল ইসলাম, হোসনে আরা সিদ্দিকা জুলি, মোহাম্মদ শরীফ হোসাইন প্রমুখ। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, ব্যবসায়ী, চাকুরীজীবী, আইনজীবী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার কয়েকশো নারী-পুরুষ অংশগ্রহণ করে।

(এস/এসপি/মার্চ ০২, ২০২১)