নওগাঁ প্রতিনিধি : সোমবার রাতে নওগাঁর সাপাহারে একটি শুটারগান ও গুলিসহ এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করে স্থানীয় থানায় সোপর্দ করেছে র‌্যাব। আটক অস্ত্র ব্যবসায়ীর নাম গোলাম মর্তুজা (২৫)। সে উপজেলার কলমুডাঙ্গা বলদিয়াঘাট গ্রামের আব্দুল ওহাবের পুত্র। সে দীর্ঘদিন ধরে অস্ত্র চোরাচালান ব্যবসার সঙ্গে জড়িত বলে র‌্যাবের কাছে স্বীকার করেছে।

পুলিশ ও র‌্যাব সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যার দিকে উপজেলার উমইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে একদল অপরাধী চক্রের মাঝে অস্ত্র বেচা-কেনা হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক মেজর আব্দুর রহিম সঙ্গীয় ফোর্স নিয়ে এক অভিযান পরিচালনা করেন। অভিযানে তারা ঘটনাস্থলে পৌঁছে হাতে-নাতে অস্ত্রব্যবসায়ী গোলাম মর্তুজা (২৫)কে গ্রেফতার করেন। তার কাছ থেকে ১টি ৮ ইঞ্চি লম্বা ওয়ান শুটারগান এবং ১ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করা হয়। পরে রাত সাড়ে ৮ টার দিকে র‌্যাব সদস্যরা আটক অস্ত্র ব্যবসায়ীকে সাপাহার থানায় সোপর্দ করেন। এ বিষয়ে থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের হয়েছে।

(বিএম/এইচআর/আগস্ট ২৬, ২০১৪)