সিরাজগঞ্জ প্রতিনিধি : পানি সম্পদমন্ত্রী ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আনিসুল ইসলাম মাহমুদ এমপি বলেছেন, সিরাজগঞ্জ শহর রক্ষায় ১ হাজার কোটি টাকা ব্যয়ে বিভিন্ন প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। তিনি আরো বলেন, এই প্রকল্পগুলো সম্পন্ন হলে সিরাজগঞ্জ শহর ও বাস্তবায়ানাধীন শিল্প পার্ক ঝুকিমুক্ত হবে।

মন্ত্রী আজ মঙ্গলবার সকালে বন্যায় ক্ষতিগ্রস্ত সিরাজগঞ্জ মোল্লাবাড়ি বালির তৈরী ক্রস বাঁধ পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন। তিনি আরো বলেন, যমুনার ভাঙ্গন প্রতিরোধে বিশ্ব ব্যাংকের অর্থায়নে ৮ হাজার কোটি টাকা ব্যায়ে দীর্ঘ মেয়াদী একটি প্রকল্প হাতে নেয়া হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়ন হলে সিরাজগঞ্জসহ যমুনার তীরবর্তী জেলাগুলো ভাঙ্গনের হাত থেকে রক্ষা পাবে।

এ সময় পানি সম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম হিরু বীর প্রতীক, মন্ত্রনালয়ের সচিব জাফর আহমেদ , সিরাজগঞ্জ সদর আসনের সংসদ সসদস্য প্রফেসর হাবিবে মিল্লাত মুন্না, জেলা প্রশাসক বিল্লাল হোসেন, পুলিশ সুপার এস এম এমরান হোসেনসহ পানি উন্নয়ন বোর্ডের উধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ সিরাজগঞ্জ সদর উপজেলার রানীগ্রাম, সিমলা,পাঁচঠাকুরী এলাকা পরিদর্শন করেন।

(এসএস/এইচআর/আগস্ট ২৬, ২০১৪)