গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জের ফাঁসিতলায় বুধবার ভোরে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষদের হামলায় ২টি বসতবাড়ী ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। হামলায় বাঁধা দিতে গিয়ে ২ ব্যক্তি আহত হয়েছে। 

জানা গেছে, গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের মাস্তা গ্রামের মৃত ইউনুছ আলীর ছেলে খাঁজা মিয়া ও মৃত নজু মিয়ার ছেলে নিজাম উদ্দিন অংশ সুত্রে প্রাপ্ত ৩২ শতাংশ জমিতে কয়েক বছর পৃর্বে থেকে বাড়ীঘর করে বসবাস করে আসছে। এই জমি নিয়ে পাশ্ববর্তী মোহাম্মদ আলী ও মোজাম উদ্দিন গংদের সাথে তার বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরে আজ বুধবার ভোর ৪/৫টার দিকে মোহাম্মদ আলী ও মোজাম উদ্দিনের নেতৃত্বে ২০/৩০ জনের একদল লোক দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে খাঁজা মিয়া ও নিজাম উদ্দিনের বাড়ীতে হামলা চালিয়ে বাড়ী-ঘর, আসবাবপত্র ভাংচুর, অগ্নিসংযোগ করে এবং মূল্যবান মালামালসহ গরু- ছাগল লুটে নিয়ে যায় বলে ক্ষতিগ্রস্থরা অভিযোগ করে। এই হামলায় বাঁধা দিতে গেলে প্রতিপক্ষরা গৃহকর্তা নিজাম(৬০), রাজামিয়া (৫৫)কে মারপিট করে গুরুতর আহত করে। আহতদের আর্তচিৎকারে পার্শ্ববর্তী লোকজন তাদেরকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ হাসপাতালে প্রেরন করে। খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

ঘটনাস্থল পরিদর্শনকারী গোবিন্দগঞ্জ থানার এসআই আরিফ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। অভিযোগ পাওয়ার পর পরবর্তি ব্যবস্থা গ্রহণ করা হবে।

(এসআরডি/এসপি/মার্চ ০৩, ২০২১)