বিনোদন ডেস্ক : আরশাদ আদনান মূলত একজন ব্যাংকার। পাশাপাশি এই সময়ের একজন ব্যস্ত মিডিয়া ব্যক্তিত্ব। পেশাগত ব্যস্ততার কারণে অভিনয়ে খুব বেশি সময় দেয়া হয়ে ওঠে না তার। তবে গল্প ভালো হলে এবং চরিত্র পছন্দ হলে ব্যস্ততা থেকে ছুটি নিয়ে আদনান অভিনয় করার চেষ্টা করেন। ঠিক তেমনই একটি গল্প ‘কাঠ গোলাপের বসন্ত’।

সেতু আরিফের রচনায় ও সাজ্জাদ সুমনের পরিচালনায় আরশাদ আদনান এই টেলিছবিটিতে অভিনয় করেছেন। এই কাহিনীচিত্রে এবারই প্রথম তার সঙ্গে অভিনয় করেছেন নবাগত অভিনেত্রী তানজিন তিশা। এর গল্প একেবারেই নতুন।

তাই পরিচালক সাজ্জাদ সুমন গল্পটা আপাতত দর্শকের সঙ্গে শেয়ার করতে চাননি। তবে তিনি জানিয়েছেন আরশাদ আদনান এবং তানজিন তিশাকে ঘিরে কাহিনীচিত্রে বেশ চমক রয়েছে। কেমন লাগল কাহিনীচিত্রটিতে অভিনয় করতে?

জবাবে আরশাদ আদনান বলেন, ‘গল্পের প্রয়োজনে কক্সবাজারে এর শুটিং হয়েছে। আমার চরিত্রের নাম রুবায়েত। ভীষণ চ্যালেঞ্জিং একটি চরিত্র। এতটা ভালো অভিনয় করতে পারব আমি নিজেও ভাবিনি। তানজিন তিশার সঙ্গে আমার প্রথম কাজ। বেশ উপভোগ্য ছিল কাজটি। দর্শকের ভালো লাগবে।’

তানজিন তিশা বলেন, ‘পুরো ইউনিট ছিল বেশ ফ্রেন্ডলি। আদনান ভাইয়ার সঙ্গে আমার প্রথম কাজ হলেও তিনি ভীষণ আন্তরিক। তার সঙ্গে কাজ করে রীতিমতো আমি মুগ্ধ।’ ভার্সেটাইল মিডিয়া প্রযোজিত টেলিভিশন কাহিনীচিত্র ‘কাঠ গোলাপের বসন্ত’ আসছে ঈদে মাছরাঙা টিভিতে প্রচার হবে।

নাটক প্রযোজনায় আরশাদ আদনানের যাত্রা শুরু ২০০৯ সালে। রায়হান খানের নির্দেশনায় ‘প্রফেশনাল’ নাটকে তিনি প্রথম অভিনয় করেন। অতি সম্প্রতি প্রচারিত রহমতুল্লাহ তুহিনের নির্দেশনায় ‘বিপরীত বিন্দু’ ও মেহেদী হাসান সোমেনের নির্দেশনায় ‘প্রেমের পাণ্ডুলিপি’ নাটকে আদনানের অভিনয় দর্শকের কাছে বেশ সমাদৃত হয়।

এদিকে বেশ কয়েক বছর শুধুমাত্র মডেলিং নিয়ে ভীষণ ব্যস্ত থাকলেও গত ঈদে রেদওয়ান রনির নির্দেশনায় ‘ইউটার্ন’ নাটকে অভিনয়ের মধ্য দিয়ে পেশাগতভাবে অভিনয়ে ব্যস্ত হয়ে ওঠেন তানজিন তিশা। ছোটবেলা থেকে নাচের সঙ্গে জড়িত তিশা। অমিতাভ রেজার নির্দেশনায় ‘রবি’র বিজ্ঞাপনে মডেল হয়ে মিডিয়াতে তার অভিষেক।

এরপর প্যারাস্যুট, ইগলু আইসক্রিম, পোলার আইসক্রিম, ফ্রেশ পানিসহ বেশ কিছু বিজ্ঞাপনে কাজ করেন। শরীয়তপুরের ভেদরগঞ্জের মেয়ে তানজিন তিশা অতি সম্প্রতি উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।

(ওএস/এইচআর/আগস্ট ২৬, ২০১৪)