নাটোর প্রতিনিধি : নাটোরের সিংড়ায় বিদ্যুতের দাবীতে সড়ক অবরোধ করেছে এলাকাবাসী। রবিবার সন্ধ্যায় সিংড়া বাসস্ট্যান্ড এলাকায়  এলাকাবাসী সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

স্থানীয়রা জানায়, সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় দুদিন ধরে বিদুৎ নেই। শনিবার ট্রান্সফরমার বিকল হয়ে যায়। এলাকাবাসী নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সিংড়া জোনাল অফিসে বিষয়টি জানালেও তা মেরামত করা হয় নি।

গ্রাহকদের অভিযোগ, জোনাল অফিস থেকে ট্রান্সফরমার মেরামত খরচ বাবদ ৪৮ হাজার ৩০৮ টাকা চাওয়া হয়। টাকা না দেয়ায় ট্রান্সফরমার দুদিন ধরে মেরামত করা হয়নি। এ কারণে রবিবার সন্ধ্যায় বিদ্যুতের দাবীতে এলাকাবাসী ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে রাস্তায় নেমে বিক্ষোভ করে। এ সময় সড়ক অবরোধ করলে পুলিশ মৃদু লাঠি চার্জ করে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার সালমা খাতুন, ওসি শফিউল ইসলাম, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সিংড়া জোনাল অফিসের ডিজিএম খন্দকার শামীম হোসেন ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারীদের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করে নেওয়া হয়।

(এমআর/জেএ/এইচআর/এপ্রিল ২১, ২০১৪)