চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার আটঘরিয়া উপজেলার পারখিদিরপুর বাজারে কম্পিউটার দোকান থেকে প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে সাধারণ মানুষের মোবাইলে ছড়িয়ে দেবার অভিযোগ এক যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার রাত সাড়ে ৮টার দিকে তাকে আটক করা হয়। এসময় জব্দ করা হয় একটি কম্পিউটার ও ২টি মোবাইল ফোন সেট। আটক যুবকের নাম সাদ্দাম হোসেন (২৮)। সে উপজেলার মাজপাড়া ইউনিয়নের পারখিদিরপুর গ্রামের আতর আলীর ছেলে।


আটঘরিয়া থানা পুলিশ জানায়, কিছুদিন ধরে সাদ্দাম হোসেন প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে তার কম্পিউটার দোকান থেকে বিভিন্ন বয়সী মানুষের মোবাইলে ছড়িয়ে দিচ্ছিল। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে সোমবার রাতে এএসআই আনোয়ার হোসেনের সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে তার দোকান থেকে হাতে-নাতে আটক করা হয়। এসময় তার দোকান থেকে একটি কম্পিউটার মনিটর, সিপিও ও ২টি মোবাইল ফোন সেট জব্দ করা হয়।


রাত দশটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত আটঘরিয়া থানার ওসি শেখ লেলিন আলমগীর জানান, আটক যুবককে থানা হাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


(এসএইচএম/এএস/আগস্ট ২৬, ২০১৪)