দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুর পৌরসভায় দিনব্যাপী প্রশিক্ষন কর্মসূচী আজ বেলা ১২ টায় পৌরসভার নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ সরকার এডিবি ও‌ এফ আই ডি এ সহায়তা পুষ্ট তৃতীয় নগর পরিচালনার অবকাঠামো উন্নতিকরণ এ প্রকল্পের আওতায় বস্তির অবকাঠামো ব্যবহার পরিচালনা রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন পৌরসভার মেয়র অমিতাভ বোস।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দারিদ্র নিরসন ও বস্তি উন্নয়ন বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ও পৌরসভার প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির। অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন সহকারী প্রকৌশলী শামসুল আলম। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় মোট ৫৬ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। এতে প্রশিক্ষণ দেন সেলিম রেজা ও রবিউল আলম।

এ সময় ফরিদপুর পৌরসভার ২০ নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান শামীম সহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌরসভার বস্তি উন্নয়ন কর্মকর্তা আহাদুজ্জামান। অনুষ্ঠানে পরিবেশের ভারসাম্য রক্ষায় সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান হয়।

(ডিসি/এসপি/মার্চ ০৪, ২০২১)