শাহ্ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুরে অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশে গো ও পল্ট্রি খাদ্য উৎপাদনের অভিযোগে একটি প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

দিনাজপুর সদর উপজেলার ৬ নং আউলিয়াপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের অন্তর্গত আবাসিক এলাকা আউলিয়াপুর গ্রামে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আজ বৃহস্পতিবার এ অভিযান চালায়।

এ সময় ব্যবসায়ী ওমর ফারুক রাসেলের ব্রাণ মিলে অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশে গো ও পল্ট্রি খাদ্য উৎপাদনে জড়িত থাকায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযান পরিচালনা করেন, দিনাজপুর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মমতাজ বেগম।

তিনি আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় অতিরিক্ত প্রাণি সম্পদ কর্মকর্তা এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে শসসঙ্গে নিয়ে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করেন। র‌্যাব-১৩ এর একটি দল কার্যক্রমে সহযোগিতা করে। অস্বাস্থ‌্যকর প‌রি‌বে‌শে ধুলো-বালিতে

খাদ্য উৎপাদ‌নে ব‌্যবহৃত কাঁচামাল রাখার কারণ জিজ্ঞাস করলে উৎপা‌দিত প্রতিষ্ঠান কোন জবাব দিতে পারেবি।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মমতাজ বেগম জানায়, আবাসিক ঘনবসতী এলকায় অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে প্রাণি সম্পদ অধিদপ্তরের অনুমোদনছাড়া খাদ্য উৎপাদনে জরিমানা করা হয়। হাসকিং মিলের লাইসেন্স নিয়ে গো-খাদ্য উৎপাদন করে আসছে প্রতিষ্ঠানটি। এসময় অভিযান পরিচালনাকারীদের নজরে এলাকার পরিবেশ দূষণ দৃষ্টিতে আসলে প্রতিষ্ঠানটির মালিক ওমর ফারুক রাসেলকে পরিবেশ দূষণে সতর্ক করা হয়।

(এস/এসপি/মার্চ ০৪, ২০২১)