ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টার সময় ১৭ জনকে আটক করেছে বিজিবি। শুক্রবার (৫ মার্চ) ভোরের দিকে সীমান্তের একাশিপাড়া, মাটিলা ও মকধ্বসপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে পাসপোর্ট অধ্যাদেশ আইনে মামলা করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। শুক্রবার দুপুর সাড়ে ১২ টার দিকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিজিবি এ তথ্য নিশ্চিত করে।

ঝিনাইদহ বিজিবি-৫৮ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল কামরুল আহসানউত্তরাধিকার ৭১ নিউজকে জানান, সীমান্ত এলাকা দিয়ে কিছু অসাধু দালাল চক্রের সহায়তায় বিভিন্ন অজুহাতে মানুষ অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করছে। তবে তাদের সেই অনুপ্রবেশ ঠেকাতে আমরা সাধ্যমত চেষ্টা করে যাচ্ছি।

তিনি আরো জানান, জিজ্ঞাসাবাদে আটককৃতদের অনেকেই জানিয়েছে, তারা চিকিৎসা, আত্মীয়ের বাড়ি বেড়ানোসহ নানা কারণে এ অবৈধ পন্থা বেছে নিচ্ছে।

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি মাসে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৫০ বাংলাদেশি এবং তিন দালাল, ফেব্রুয়ারি মাসে ৯৬ বাংলাদেশি এবং পাঁচ দালাল ও মার্চ মাসে ৩৬ জন বাংলাদেশি নাগরিককে আটক করে বিজিবি।

(একে/এসপি/মার্চ ০৫, ২০২১)