রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরের সরিষাবাড়ীতে বাঁশবোঝাই ট্রাক খাদে পড়ে কাওছার মিয়া (১৮) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো তিনজন শ্রমিক। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ মার্চ) রাত আড়াইটার দিকে উপজেলার মহাদান ইউনিয়নের বিলবালিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত কাওছার নরসিংদী জেলার মনোহরদী উপজলার চর মাদালিয়া গ্রামের সুরুজ মিয়ার ছেলে। আহতরা হলেন, একই উপজলার রমজান আলীর ছেলে সোহেল মিয়া, শুকুর মিয়ার ছেলে বাছির উদ্দিন ও তার ভাই গোলাপ মিয়া।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ওসি আবু মো. ফজলুল করীম বলেন, ২৬ ফেব্রুয়ারি বাঁশ কিনতে মনোহরদি উপজেলা থেকে চার শ্রমিক সরিষাবাড়ী আসেন। তারা গতকাল রাত সোয়া দুইটার দিকে ডোয়াইল ইউনিয়নের রাজার হাটখোলা থেকে ট্রাকে বাঁশ বোঝাই করে নরসিংদীর উদ্দশ্যে রওনা দেন। পথিমধ্যে বিলবালিয়া এলাকায় পৌঁছল ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

ঘটনাস্থলেই কাওছার মারা যায়। এ সময় আরো চার শ্রমিক আহত হন। আহতদের সরিষাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

(আরআর/এসপি/মার্চ ০৫, ২০২১)