স্টাফ রির্পোটার, গাজীপুর : গাজীপুর জেলা আইনজীবী সমিতির (২০২১-২০২২) বার্ষিক নির্বাচনে বিএনপি সমর্থিত নীল প্যানেল সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৫টি পদে এবং আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল ২টি সহ-সভাপতি পদসহ ১৭টি পদে বিজয়ী হয়েছে। নির্বাচনে ৪ মার্চ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়।

পরদিন ৫ মার্চ শুক্রবার সকালে ফলাফল ঘোষণা করা হয়। মোট ২২টি পদের মধ্যে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের নীল প্যানেল থেকে সভাপতি পদে এ্যাড: ছিদ্দীকুর রহমান ও সাধারণ সম্পাদক পদে এ্যাড: জাকিরুল ইসলামসহ মোট ৫জন বিজয়ী হয়েছেন। এছাড়া আওয়ামী লীগ সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সাদা প্যানেলে সহ-সভাপতি, সহ-সাধারণ সম্পাদক ও সম্পাদকীয় পদসহ মোট ১৭ জন জয়লাভ করেছেন।

জানা যায়, গাজীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে মোট ২২টি পদের জন্য ৪৫ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন। এসব পদের মধ্যে ১০টি সম্পাদকীয় পদের বিপরীতে ২৩ জন এবং ১১টি সদস্য পদের জন্য ২২ জন প্রতিদ্বন্দিতা করেন। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ১ হাজার ৭৭৬ জন। এর মধ্যে ১ হাজার ৬২০ জন ভোট দিয়েছেন।

(এস/এসপি/মার্চ ০৫, ২০২১)