ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ঈশ্বরদীতে ইট বোঝাই ট্রলির ধাক্কায় সেবা খাতুন (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। এসময় তার দুই সন্তান সুমাইয়া (৬) ও মোটরসাইকেল চালক ছেলে সাব্বির হোসেন (২৫) গুররুতর আহত হয়েছেন ।

শনিবার (৬ মার্চ) আনুমানিক দুপুর ১২টার দিকে পাকশী-পাবনা মহাসড়কের সাহাপুর মসজিদ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ঈশ্বরদী ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আরিফুর রহমান আরিফ জানান, শনিবার (৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের কামালপুর থেকে সাব্বির মোটরসাইকেলে করে মা ও বোনকে নিয়ে সাহাপুরের নতুনহাট মামার বাড়ি বেড়াতে যাচ্ছিলেন। দুপুর ১২টার দিকে মোটরসাইকেলটি সাহাপুর মসজিদ মোড়ে পৌঁছালে বিপরীত দিক দিয়ে আসা ইট বোঝাই একটি ট্রলির সাথে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল আরোহী তিনজন থেকে পাকা রাস্তায় ছিটকে পড়েন। এতে ইট বোঝায় ট্রলির চাকায় পিষ্ট হয়ে মা সেবা খাতুন ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা আহত ভাই-বোনকে উদ্ধার করে ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

ঈশ্বরদী থানার ফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান আসাদ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পাওয়া গেলে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।

(এসকেকে/এসপি/মার্চ ০৬, ২০২১)