আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ, ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী, ২৬ মার্চ স্বাধীনতা দিবস ও ২৮ মার্চ শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে বরিশাল সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছেন।

শনিবার সকালে নগরীর কালিবাড়ি রোডস্থ বিসিসি’র মেয়র সেরনিয়াবত সাদিক আব্দুল্লাহ তার নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করে এ কর্মসূচি ঘোষণা করেন। ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে, শহরজুড়ে ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ প্রচার, ১৭ মার্চ সকাল ১০টায় দেয়াল চিত্রাঙ্কন, সাইকেল যাত্রা, ২৭ মার্চ কীর্তনখোলা নদীর শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতু থেকে চাঁদমারি খেয়াঘাট পর্যন্ত নৌকাবাইচ প্রতিযোগিতা, ৩০ মার্চ বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীর লোগোর সর্ববৃহত মানব প্রদর্শনী এবং ৩১ মার্চ সন্ধ্যা সাতটায় নগর বাউল জেমসের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান ব্যান্ড শো।

(টিবি/এসপি/মার্চ ০৬, ২০২১)