নওগাঁ প্রতিনিধি : শনিবার নওগাঁর মান্দা ও রাণীনগরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ডিজিটাল ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হয়েছে । গত বছরের ১৭মার্চ হতে চলতি বছরের মার্চ মাস পর্যন্ত মুজিববর্ষ যথাযোগ্য মর্যাদায় জাতীয় এবং আন্তর্জাতিক ভাবে পালন করা হচ্ছে। 

এরই ধারাবাহিকতায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে চলতি বছরের ১০জানুয়ারি হতে বাংলাদেশ সেনাবাহিনীর আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ডিজিটাল ম্যারাথন শুরু হয়েছে। উপজেলা প্রশাসনের সহযোগিতায় মান্দার কয়াপাড়া কামারকুড়ি স্কুল থেকে বুড়িদহ বাজার পর্যন্ত এবং রানীনগর রেলগেট থেকে দৌড় শুরু হয়ে তা শাহাগোলা ব্রিজে গিয়ে ৫কিলোমিটার দূরত্বের এই ম্যারাথন দৌড় শেষ হয়।

শনিবার সকালে মান্দায় ডিজিটাল ম্যারথনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল হালিম এবং রানীনগরে উদ্বোধন করেন, উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু।

(বিএস/এসপি/মার্চ ০৬, ২০২১)