রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাটে উপজেলা প্রশাসনের উদ্যোগে ঐতিহাসিক ৭ই মার্চ ও জাতীয় দিবস পালিত হয়েছে। 

দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ শহীদ মিনারে স্থাপিত জাতির জনকের প্রতিকৃতিতে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসারসহ রাজনৈতিক নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন।

পরে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নূরে তাসনিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দ্দী বাপ্পি, থানার অফিসার ইনচার্জ মো: রাজু সরকার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাহের উদ্দিন ধনী, সাধারণ সম্পাদক আবুনুর মো: আক্তারুজ্জামান, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা জোবায়দুল ইসলাম, সমবায় কর্মকর্তা মো: শাহ আলম, ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী সরদার, জেলা পরিষদ সদস্য আব্দুস ছালাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমূখ।

শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহনে চিত্রাংকন,কবিতা আবৃতিসহ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় সংগীত পরিবেশিত হয়। অপরদিকে ইউএনও নূরে তাসনিমের সভাপতিত্বে নবনির্মিত উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

(পিএস/এসপি/মার্চ ০৭, ২০২১)