মাগুরা প্রতিনিধি : মাগুরা সদর এর দারিয়াপুর গ্রামে গত ১ মার্চ সোমবার সকালে উদ্ধার হওয়া অজ্ঞাত ব্যক্তির অগ্নিদগ্ধ লাশ এর পরিচয় মিলেছে। জুয়ার নেশাই এসকেন মোল্যা (৭৩) নামে ওই বৃদ্ধের মৃত্যুর কারণ বলে আজ রবিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে দাবি করেছে পুলিশ।  

মাগুরার পুলিশ সুপার মোহাম্মদ জহিরুল ইসলাম সংবাদ সম্মেলনে জানান- সদরের গৌরিচরণপুর গ্রামে এসকেন মোল্যা দীর্ঘদিন এলাকা থেকে চলে গিয়ে ঝিনাইদহ সদরে বসবাস করছিল। ঘটনার দিন তার জুয়ার পার্টনার চাতাল শ্রমিক মিনহাজ(২৮) শহর আলী (৬৯) ও আনসার উদ্দিন (৬৫) একসঙ্গে তার সঙ্গে জুয়া খেলে হেরে যায়। যার ফলে রাগের বসবর্তী হয়ে প্রথমে তার মাথার পিছনে রড দিয়ে আঘাত করে ও পরে তাকে গলায় লোহার চেইন দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে।

পরবর্তীতে এসকেন মোল্যার মোবাইলের ভাঙ্গা অংশ থেকে তার পরিচয় শনাক্ত করা হয়। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান, অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসানসহ অন্যরা।

(ডিসি/এসপি/মার্চ ০৭, ২০২১)