মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : মৌলভীবাজারে দিনভর নানা আনুষ্ঠানিকতায় বিশ্ব ঐতিহ্য’র অংশ জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রেসকোর্স ময়দানে দেয়া ভাষন ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। 

দিবসটি উপলক্ষে রবিবার (৭ মার্চ) সকাল ৯ টায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের কেন্দ্রী শহীদ মিনার প্রাঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন, জেলা প্রসাশক, পুলিশ প্রশাসন, জেলা আওয়ামীলীগ, পৌরসভা, সদর উপজেলা আওয়ামীলীগ, সরকারি মহিলা কলেজ, সরকারি কলেজ, মৌলভীবাজার প্রেস ক্লাবসহ বিভিন্ন সংগঠন ও সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান।

পরে জেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে জয় বাংলা বাইসাইকেল শোভাযাত্রার উদ্বোধন করেন, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,জেলা জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মৌলভীবাজার ও হবিগঞ্জ সংরক্ষি আসনের মহিলা সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দন এমপি, জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, পৌর মেয়র মোঃ ফজলুর রহমান প্রমুখ। বাইসাকেল শোভাযাত্রাটি শহরের প্রদান প্রদান সড়ক প্রদক্ষিণ শেষে চৌমুহনায় গিয়ে শেষ হয়।

এদিকে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে রেসকোর্স ময়দানে দেয়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষন সকাল থেকে ভ্রাম্যমান গাড়িতে করে পুরো শহরে প্রচার করা হয়। এর বাহিরে বিভিন্ন রাস্তার মোড়ে মাইক লাগিয়েও বিশ্ব ঐতিহ্য’র অংশ ঐতিহাসিক ৭ মার্চের ভাষন প্রচার করা হয়।

(একে/এসপি/মার্চ ০৭, ২০২১)