বরগুনা প্রতিনিধি : বরগুনার বামনা সারওয়ারজান মডেল স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী মো. নাসরুল হাসান নাঈম (১৪)কে গত সোমবার ক্লাশরুমে প্রথম বেঞ্চে বসার অপরাধে পিটিয়ে গুরুতর আহত করে শিক্ষিকা সৈয়দা রুবিনা ইয়াসমিন। আহত  নাঈম বামনা উপজেলা যুবলীগের সভাপতি ও ওই স্কুল ম্যানেজিং কমিটির সদস্য ফিরোজ আলম মহারাজের একমাত্র ছেলে।

শিক্ষার্থীর পরিবার সূত্রে জানা যায়, গত সোমবার ক্লাশ রুমে নাঈম প্রথম বেঞ্চে বসলে শিক্ষিকা রুবিনা আক্তার তাকে পিছনের বেঞ্চে বসায়। তার ক্লাশ শেষ হলে ওই শিক্ষার্থী পুনরায় সামনের বেঞ্চে এসে বসে। নির্দয় শিক্ষিকা বারান্দা দিয়ে হেটে যাওয়ার সময় তাকে প্রথম বেঞ্চে বসতে দেখেই বেত দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। আহত শিক্ষার্থী নাঈমকে তার পরিবারের লোকজন বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। গতকাল মঙ্গলবার পর্যন্ত সে বামনা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ছিল।


শিক্ষিকা রুবিনা ইয়াসমিন জানান, ওই শিক্ষার্থী ক্লাশ চলাকালিন সময়ে পাশের বেঞ্চে বসা একটি মেয়েকে উত্যক্ত করছিলো। এ ঘটনাটি দেখে ওই শিক্ষার্থীকে পিছনের বেঞ্চে বসানো হয়। কিন্তু সে পুনরায় আবার প্রথম বেঞ্চে এসে সেই মেয়েকে উত্যক্ত করলে তিনি তাকে থামানোর জন্য হাতদিয়ে সামান্য আঘাত করে।


এব্যাপারে বামনা সারওয়ারজান মডেল স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হালিম আল মাহমুদ জানান, আমরা ঘটনাটি অবগত হয়েছি। যদি ওই শিক্ষিকার অেপরাধ থাকে তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের করা হবে।


(এমএইচ/এএস/আগস্ট ২৬, ২০১৪)