ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ঐতিহাসিক ৭ই মার্চ ও এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের  চুড়ান্ত সুপারিশ প্রাপ্তি উপলক্ষ্যে ঈশ্বরদী থানা পুলিশের আয়োজনে আনন্দ উদযাপন করা হয়েছে। 

আড়ম্বরপূর্ণ এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নূরুজ্জামান বিশ্বাস। সভাপতিত্ব করেন রাজশাহী ডিআইজি রেঞ্জের পুলিশ সুপার বেলায়েত হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাস, পৌরসভার মেয়র ইছাহক আলী মালিথা ও উপজেলা নির্বাহী অফিসার পি এম ইমরুল কায়েস।

এসময় অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চান্না মন্ডল, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রশীদুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ফান্টু, পৌরসভার সাবেক মেয়র আবুল কালাম আজাদ মিন্টু, জেলা আওয়ামী লীগের মহিলা সম্পাদক মাহজেবিন শিরিন পিয়া, উপজেলার ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, নারী ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলি, জেলা পরিষদের সদস্য সাইফুল আলম বাবু মন্ডল, শফিউল আলম বিশ্বাস, কৃষক লীগ নেতা মুরাদ মালিথা, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক আব্দুল বাতেন, যুবলীগ নেতা দোলন বিশ্বাস উপস্থিত ছিলেন।

এছাড়াও বীর মুক্তিযোদ্ধা, সকল ইউপি চেয়ারম্যান, পৌরসভার কাউন্সিলর, মেম্বার, যুবলীগ, ছাত্রলীগ ও স্থানীয় সূধিজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান আসাদ।

(এসকেকে/এসপি/মার্চ ০৭, ২০২১)