রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরে ষোল দশমিক পঞ্চাশ ইঞ্চি দৈর্ঘ্যের বিরল প্রজাতির একটি তক্ষক উদ্ধার করেছে র‍্যাব। এ সময় পাচারের উদ্দেশ্যে তক্ষক বহনের দায়ে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার (৭ মার্চ) দুপুরে জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের লোনদহ গ্রাম থেকে এই তক্ষক উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত দুজন হলেন, লোনদহ গ্রামের মৃত ছাবেদ আলীর ছেলে আবুল কালাম আজাদ (৪৫) ও বীর গোবিন্দবাড়ি গ্রামের মৃত সেকান্দার আলীর ছেলে আনছার আলী (৪৭)।

সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার এমএম সবুজ রানা।

তিনি জানান, গোপনে খবর পেয়ে লোনদহ গ্রামে অভিযান চালিয়ে ষোল দশমিক পঞ্চাশ ইঞ্চি দৈর্ঘ্যের একটি বিরল প্রজাতির তক্ষকসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে একটি মাপার ফিতা, তিনটি মোবাইল ফোন ও আট হাজার পাঁচশ টাকা জব্দ করা হয়।

উদ্ধারকৃত তক্ষকের কথিত মূল্য পঞ্চাশ লাখ টাকা। গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে জামালপুরের বিভিন্ন স্থানে তক্ষক কেনাবেচা করে আসছিল। তাদের বিরুদ্ধে জামালপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

(আরআর/এসপি/মার্চ ০৭, ২০২১)