সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোণা) : ঐতিহাসিক ৭ মার্চে বঙ্গবন্ধু ম্যারাথন সহ কেন্দুয়া উপজেলা প্রশাসনের আয়োজনে দিন ব্যাপী নানা কর্মসূচি পালিত হয়।

দিবসের কর্মসূচির মধ্যে ছিল, সকাল ৮ টায় স্বাধীনতা স্মৃতি ফলকে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, সকল সরকারি বেসরকারি ভবন সমূহে জাতীয় পতাকা উত্তোলন, ৯ টায় কেন্দুয়া সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে কেন্দুয়া মদন সড়কে ৫ কিলোমিটার ম্যারাথন প্রতিযোগিতা, সকাল ১১ টায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিকাল ৪ টায় বীর মুক্তিযোদ্ধা সমাবেশ, আলোচনা সভা, বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন ও সব শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা পরিষদ অডিটরিয়ামে মুক্তিযোদ্ধা সমাবেশে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মইন উদ্দিন খন্দকার।

উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ ছানোয়ার হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ নূরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দুয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ জোনাঈদ আফ্রাদ, কেন্দুয়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক পৌর মেয়র মোঃ আসাদুল হক ভূঞা, ওসি কাজী শাহনেওয়াজ, ভাইস চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন ভূঞা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ এবাদুর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মোঃ গোলাম জিলানী, সাবেক কমান্ডার মোঃ বজলুর রহমান, কেন্দুয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মা ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মোঃ আশরাফ উদ্দিন ভূঞা, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ জাকির আলম ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক জোনাইদ আহম্মেদ প্রমুখ।

আলোচনা সভায় বক্তাগণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে ঘরে ঘরে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেয়ার আহবান জানান। আলোচনা সভা শেষে ম্যারাথন বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিরা। পরে বেতার ও টিভি শিল্পী শিক্ষক সুসেন সাহা রায়ের পরিচালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন, বিভিন্ন শিল্পীরা। প্রথমবারের মতো ঐতিহাসিক ৭ মার্চ পালিত হওয়ায় নতুন প্রজন্মের মধ্যে উদ্দীপনা সৃষ্টি হয়েছে।


(এসবি/এসপি/মার্চ ০৭, ২০২১)