স্টাফ রিপোর্টার : রাষ্ট্র, দল, প্রশাসন সব একাকার হয়ে গেছে মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘আমরা কয়েকদিন পর দেখব যশোরের এসপি একইসঙ্গে এসপি আবার আওয়ামী লীগের দফতর সম্পাদক। ফেনীর এসপি, এসপি আবার আওয়ামী লীগের সমাজকল্যাণ সম্পাদক। অর্থাৎ রাষ্ট্র, দল, প্রশাসন সব একাকার।’

মঙ্গলবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের র্যালিপূর্ব সমাবেশে নয়া পল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের নিচে তিনি এসব কথা বলেন।

পুলিশের আইজি বেনজির আহমেদের বক্তব্যের কঠোর সমালোচনা করে রিজভী বলেন, ‘আইজি সাহেব যখন র্যাবের ডিজি ছিলেন তখনও আন্দোলনের সময় বলেছেন ‘আপনারা কী গুলি পকেটে রাখবেন? গুলি কী আপনাদের পকেটে রাখার জন্য দেয়া হয়েছে?’ আমি প্রশ্ন করি, দেশের বিরোধী কণ্ঠগুলো প্রত্যেকে কি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি? আপনি পুলিশের প্রধান হয়ে কী করে এই কথা বলতে পারেন?’

তিনি বলেন, ‘আজকে আমরা যেটা দেখি সেটা হলো বাকশালের নমুনা। বাংলাদেশ নাকি উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে, পুলিশ উৎসব করবে। এগুলো বাকশালের নমুনা। পুলিশ উৎসব করবে কেন? পুলিশ তো একটি রাষ্ট্রের নিরপেক্ষ প্রতিষ্ঠান। আপনি কী বানাতে চাচ্ছেন?’

রিজভী আরও বলেন, ‘আইয়ুব খান উন্নয়নের দশক করেছিল, স্বৈরাচারী শাসকের উন্নয়নের দশক। আর শেখ হাসিনার উন্নয়নের একযুগ আমরা দেখলাম। সেই উন্নয়ন হচ্ছে নারী নির্যাতনের উন্নয়ন। খবরের কাগজের পাতা খুললে শুধু নারী নির্যাতনের খবর ছাড়া আপনারা কিছুই দেখবেন না।’

(ওএস/এসপি/মার্চ ০৮, ২০২১)