সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া (গাজীপুর) : "শেখ হাসিনার বারতা, নারী-পুরুষ সমতা"  করোনাকালে নারী নেতৃত্ব গড়বে নতুন সমতার বিশ্ব" এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরের কাপাসিয়া উপজেলা প্রশাসন , উপজেলা  মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজনে  আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। 

এ উপলক্ষে আজ সোমবার সকালে কাপাসিয়া উপজেলা পরিষদ কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোসা: ইসমত আরা'র সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি ।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ শহীদুল্লাহ ,সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, ,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা সরকার।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন আকতার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মারজিয়া সরকার, কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আলম চাঁদ,উপজেলা যুবলীগের সভাপতি সাখাওয়াত হোসেন প্রধান, কড়িহাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল আলম মোড়ল, তরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ুবুর রহমান সিকদার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাজীব ঘোষ ,উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান মামুন সহ উপজেলার বিভিন্ন এলাকার নারী উদ্যোক্তারা ।

(এসডি/এসপি/মার্চ ০৮, ২০২১)