নোয়াখালী প্রতিনিধি : সুবর্ণচরে  খাস জমি বন্দোবস্ত নারী ও  ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠায় নোয়াখালী সুবর্ণচরে অনুষ্ঠিত হয়েছে উপজেলা পর্যায়ে সেমিনার।

সোমাবার (৮মার্চ ) বেলা ১১ টায় চরজুবিলী পরিস্কার বাজারস্থ নিজেরা করি হল রুমে এই অনুষ্ঠানের আয়োজন করে 'নিজেরা করি চরজব্বার অঞ্চল'।

'নিজেরা করি' সংগঠনের মাঠ কর্মী আয়েশ সিদ্দিকা লাকি'র সঞ্চালনায় এবং 'নিজেরা করি' অঞ্চল সমন্বয়ক পরিতোষ দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার ইবনুল হাসান ইভেন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুবর্ণচর উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম, চরজব্বার থানা ওসি জিয়াউল হক তরিক খন্দকার আওয়ামি লীগ নেতা আবুল হোসেন, চরজুবিলী ইউপি সদস্য মোঃ খলিল, সাংবাদিক বাবলু, নারী অধিকার সংগঠনের কর্মকর্তা লায়লা পারভিন প্রমূখ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নিজেরা করি চট্রগ্রাম বিভাগীয় সংগঠক ইব্রাহিম খলিল প্রমূখ ।

(এস/এসপি/মার্চ ০৮, ২০২১)