রাঙামাটি প্রতিনিধি : রাঙামাটি জেলা সড়ক ও নৌ মালিক শ্রমিক ঐক্য পরিষদ বুধবার থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ডেকেছে ।

মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম-রাঙামাটি মোটর মালিক শ্রমিক কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে নেতারা এ ধর্মঘটের ঘোষণা দেন।

ছয় পরিবহন শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে রাঙামাটির সড়ক ও নৌপথের ২০টি রুটে এ ধর্মঘটের ডাক দেয়।

নেতারা বলেন, হামলাকারীরা প্রকাশ্য ঘোরাফেরা করলেও পুলিশ তাদের গ্রেফতার করছে না। দোষীদের যতদিন পর্যন্ত গ্রেফতার করা না হবে ততদিন রাঙামাটি সড়ক ও নৌ পথে ধর্মঘট চলবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম-রাঙামাটি বাস ও মালিক সমিতির সভাপতি মঈনউদ্দিন সেলিম, সাধারণ সম্পাদক আবদুর রহমান, লঞ্চ মালিক সমিতির সভাপতি হাজি মনসুর আহম্মেদ, শ্রমিক ইউনিয়নের সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক খোরশেদ আলম, অটোরিকশা চালক সমিতির সাধারণ সম্পাদক মনোরঞ্জন বড়ুয়া।

এ ঘটনায় নয়জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পুলিশ এপর্যন্ত একজনকে গ্রেফতার করেছে।

সোমবার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কতিপয় দোকান কর্মচারীরা ধারালো অস্ত্র দিয়ে হামলা করে পরিবহন শ্রমিকদের ওপর। এতে দুই চালকসহ ছয় শ্রমিক আহত হয়। এ ঘটনায় মঙ্গলবার সকাল থেকে রাঙামাটিতে বাস ধর্মঘট পালিত হচ্ছে।

(ওএস/এএস/আগস্ট ২৬, ২০১৪)