লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। এ উপলক্ষে সোমবার (৮ মার্চ) সকালে জেলা প্রশাসক কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

“করোনা কালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জেলা প্রশাসন ও জাতীয় মহিলা সংস্থা ও মহিলা বিষয়ক অধিদপ্তর লক্ষ্মীপুর এ যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ। মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়া’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল কবির, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ আবদুল গাফ্ফার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুম, জাতীয় মহিলা সংস্থা লক্ষ্মীপুরের চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন লিকা, লক্ষ্মীপুর পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডাঃ মো. আশফাকুর রহমান মামুন ও নারী নেতৃত্ব মমতাজ বেগম।

সভায় বক্তারা নারী উন্নয়নে অবদান রাখায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নারী নিপীড়ন রোধ ও নারী উন্নয়নের উপর দিকনির্দেশনা মূলক আলোচনা করেন।

(ওএস/এসপি/মার্চ ০৮, ২০২১)