সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোণা) : কেন্দুয়া উপজেলার আশুজিয়া ইউনিয়নে নৌকার মাঝি হতে চান মোঃ উজ্জ্বল খান। তিনি বর্তমানে আশুজিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। 

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে রামপুর দূগ্রাশ্রম গ্রামের আব্দুল মতিন খান ও জাহানারা বেগমের ছেলে মোঃ উজ্জ্বল খান ইতিমধ্যে ইউনিয়নের বিভিন্ন গ্রামে গ্রামে হাট বাজারে পথসভা উঠোন বৈঠক করছেন। তরুণ আওয়ামীলীগ নেতা উজ্জ্বল খান এইচ এসসি পাস করার পর ব্যবসায় জড়িয়ে পড়েন।

বিবাহিত জীবনে তিনি এক কন্যা সন্তানের জনক। স্ত্রী শারমিন আক্তার মলি রামপুর দূগ্রাশ্রম বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। তার বাবা আব্দুল মতিন খান আশুজিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি, রামপুর আনোয়ারা উচ্চ বিদ্যালয়ের পর পর দুই বার ম্যানেজিং কমিটির নির্বাচিত সদস্য, ২নং আশুজিয়া ইউনিয়ন পরিষদের ৩ বার নির্বাচিত মেম্বার।

২০১১ সালে আশুজিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করে অল্প ভোটের ব্যাবধানে পরাজিত হন। মোঃ উজ্জ্বল খান রাজনীতির পাশাপাশি রামপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি, নেত্রকোণা জেলা আওয়ামীলীগের সাবেক কাউন্সিলর, নেত্রকোনা জেলা ছাত্রলীগের সাবেক কাউন্সিলর ও কেন্দুয়া উপজেলা ছাত্রলীগের সদস্য ছিলেন।

করোনা মহামারিতে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে জনগনের পাশে থেকে নিরলস ভাবে কাজ করেছেন । দিয়েছেন আর্ত নিপীড়িত মানুষকে সেবা ও সহযোগিতা। আগামী দিনে মহান মুক্তিযুদ্ধের চেতনায় শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীক নিয়ে প্রার্থী হতে চান।

তিনি বলেন, নৌকা যার, আমি তার। নৌকা প্রতীক পেলে অবশ্যই দলের সকল সারির নেতাকর্মীদের নিয়ে নৌকার বিজয় নিশ্চিত করব। এজন্য তিনি চান সকলের সহযোগিতা।

(এসবি/এসপি/মার্চ ০৯, ২০২১)