জসিম উদ্দিন জুয়েল, টঙ্গী (গাজীপুর) : বুধবার গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গীর মরকুন কবরস্থান সংলগ্ন মাতৃসদন এ সম্প্রসারিত টিকাদান কর্মসূচি ইপিআই এর উদ্যোগে কোভিড-১৯ টিকা দান কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। 

গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৭নং ওয়ার্ড কাউন্সিলর সাদেক আলীর সভাপতিত্বে কোভিড-১৯ টিকা দান কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব এড. মো: জাহাঙ্গীর আলম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টঙ্গী থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রজব আলী, গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৬নং ওয়ার্ড কাউন্সিলর মো: আবুল হোসেন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর হামিদা বেগম, গাজীপুর সির্ভিল সার্জন ডা: মো: খায়রুজ্জামান, ইউপিএইচসিএসডিপি-২ প্রোগ্রাম অফিসার আমিনুল ইসলাম, মো: আকবর হোসেন, গাজীপুর মহানগর কৃষকলীগের সভাপতি, ৪৭নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর মো: হেলাল উদ্দিন, আওয়ামীলীগ নেতা আলহাজ্ব মো: আনোয়ার হোসেন, রবিউল্লাহ খান, আব্দুল কাদের পাঠান, আব্দুল আলীম, আজমেরী খান টুটুল, আব্দুল আজিজ, সিলমুন আব্দুল হাকিম মাষ্টার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান, টিএন্ডটি বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি নূর নবী আনসারী নবীন, বিশিষ্ট ব্যবসায়ী ইউনুস আলী, নগর মাতৃসদন হাসপাতালের প্রজেক্ট ম্যানেজার ফাতেমা সুলতানা শামা, ক্লিনিক ম্যানেজার ডা: সিলভীয়া আফরিন বিনতে করিম, কনসালটেন্ট গাইনী ডা: মাহমুদা বেগম, মেডিকেল অফিসার ডা: রাজিয়া সুলতানা, ডা: ফারহানা খানম প্রমুখ।

আলোচনা সভা শেষে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব এড. মো: জাহাঙ্গীর আলম ফিতা কেটে নগর মাতৃসদন কোভিড-১৯ টিকা দান কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।

(জে/এসপি/মার্চ ১০, ২০২১)