রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরার তালায় জাকজমকপূর্ণ পরিবেশে মনোনয়ন পত্র সংগ্রহের কাজ শুরু হয়েছে।

বুধবার সকাল সাড়ে ১১টায় নেতাকর্মী নিয়ে তালা উপজেলা নির্বাচন কর্মকর্তার নিকট থেকে মনোনয়ন সংগ্রহ করেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি তালা সদর ইউপির সাবেক চেয়ারম্যান এস.এম নজরুল ইসলাম।

তালা উপজেলা নির্বাচন কর্মকর্তা রাহুল রায় জানান, প্রথম ধাপের আগামী ১১ এপ্রিল নির্বাচনে তালা উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে ৮টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এরমধ্যে তালা সদর, খলিলনগর ও তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদে ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

তিনি আরো জানান, ইভিএম মেশিনে নির্বাচন হবে অবাধ ও শান্তিপূর্ণ। এতে প্রত্যেক ভোটার স্বাধীনভাবে তার মত প্রকাশের সুযোগ পাবে। জনগণের মত প্রতিফলিত হয় সেই লক্ষ্যে কাজ করা হবে।

(আরকে/এসপি/মার্চ ১০, ২০২১)