বিশেষ প্রতিবেদক, রংপুর : রংপুরের অনুমোদহীন নর্দান মেডিকেল কলেজের মাইগ্রেশনের দাবিতে দেশি-বিদেশী আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ধাবাবাহিক আন্দোলনের অংশ হিসেবে মেডিকেল মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

বুধবার দুপুরে তারা মেডিকেল কলেজ মোড়ে সমাবেশ চলাকালে কলেজ কর্তৃপক্ষের নানা অনিয়ম ও দুর্নীতি নিয়ে অভিযোগ তুলে ধরে বক্তব্য রাখেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, প্রথম বর্ষ থেকে শেষ বর্ষ পর্যন্ত এখানে প্রায় ২৫০ জন দেশি-ভারতীয়-নেপালি এবং ভুটানী শিক্ষার্থী চরমভাবে প্রতারণার শিকার। বর্তমানে তারা মাইগ্রেশনের দাবিতে আন্দোলন করছে।

তারা আরও জানান, যতক্ষণ না পর্যন্ত মাইগ্রেশনের চূড়ান্ত সিদ্ধান্ত লিখিতভাবে তাদের জানানো হবে না, ততক্ষণ পর্যন্ত তারা তাদের নিয়মতান্ত্রিক ধারাবাহিক আন্দোলন অব্যাহত রাখবে। কারণ, কোনভাবেই তারা তাদের জীবনের মূল্যবান সময় নষ্ট হতে দেব না।

(এম/এসপি/মার্চ ১০, ২০২১)