স্টাফ রিপোর্টার : সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১১ মার্চ) লেনদেনের প্রথম ঘণ্টায় দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্যসূচকের সামান্য উত্থান হয়েছে।

সূচকের উত্থানের পাশাপাশি দুই বাজারেই লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। সেইসঙ্গে লেনদেনেও মোটামুটি ভালো গতি দেখা যাচ্ছে।

এদিন বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মধ্য দিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন শুরু হয়। এতে ৫ মিনিটের লেনদেনেই ডিএসইর প্রধান সূচক ৮ পয়েন্ট বেড়ে যায়। লেনদেনের প্রথম ঘণ্টায় সূচকের এই ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত রয়েছে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১১টা ৭ মিনিটে লেনদেনে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪ পয়েন্টে বেড়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ দশমিক ১২ পয়েন্ট বেড়েছে। আর ডিএসই-৩০ সূচক কমেছে ৩ পয়েন্ট।

এ সময় পর্যন্ত ডিএসইতে লেনদেনে অংশ নেয়া মাত্র ১২০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ৮৭টির। আর ১০৪টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ২৭৮ কোটি ৪৯ টাকা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩৪ পয়েন্ট বেড়েছে। লেনদেন হয়েছে ১০ কোটি ৭৭ লাখ টাকা। লেনদেন অংশ নেয়া ১০০ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৪৮টির, কমেছে ২৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির।

(ওএস/এসপি/মার্চ ১১, ২০২১)