ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : নোয়াখালীর সুবর্ণচরে আসন্ন ইউপি নির্বাচন উপলক্ষে চর আমান উল্যাহ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাবেক চেয়ারম্যান এনায়েত উল্যাহ বাবুল এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ মার্চ)সন্ধ্যায় সুবর্ণচর উপজেলার বৈরাগী বাজার সংলগ্ন তার নিজ বাড়ীতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এলাকাবাসীর আয়োজনে সমাজ সেবক আলহাজ অজি উল্যাহর সভাপতিত্বে মতবিনিময় সভায় আনিছ’ল হক মেম্বার , অমল চন্দ্র দাস, সুভাস চন্দ্র দাস, বিপ্লব মাতাব্বর, বশির , নুর ইসলাম, খলিল উল্যাহ, আবুল হোসেন ছুট্রি মেম্বার, কামাল উদ্দিন মেম্বার আরো অনেকে।

এসময় চেয়ারম্যান প্রার্থী এনায়েত উল্যাহ বাবুল এলাকার জনসাধারণের উদ্দেশ্যে বলেন “ টাকার কাছে আপনাদের বিবেক বিক্রি করবেন না, যারা টাকার বিনিমিয়ে ভোট কিনে তারা কোনদিন আপনাদের সম্মান করবেনা, আপনিও তার কাছে সম্মান পাবেন না, আমি চেয়ারম্যান হলে অনতত কিছু করতে পারি আর না পারি কিন্তু আপনাদের সাথে বেইমানী করবোনা, আমি গতবার আনারস মার্কা নিয়ে ভোট করেছি এবার ও আনারস মার্কা নিয়ে ভোট করবো, কেউ যেন আমার মার্কাটি না নেন সে অনুরোধ করছি। এসময় তিনি উন্নয়নমুলক নানা প্রতিশ্রুতি দেন এবং তিনি তার মেধা যোগ্যতা দিয়ে মাদক-সন্ত্রাস মুক্ত একটি পরিকল্পিত ইউনিয়ন গড়তে চান।

(এস/এসপি/মার্চ ১১, ২০২১)