পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি : বরগুনার পাথরঘাটায় চরদুয়ানী ইউনিয়ন আওয়ামী লীগের নতুন কমিটিতে সাধারণ সম্পাদক পদে সগীর হোসেন হাওলাদারকে বিএনপি'র লোক বলে গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হলে ওই ঘটনার প্রতিবাদ করেন তার কর্মী-সমর্থকরা।

বৃহস্পতিবার দুপুরে চরদুয়ানী ইউনিয়ন আওয়ামী লীগের এক কর্মী বাবুল মুন্সি (বাবুল দফাদার) এ প্রতিনিধিকে বলেন, ২০০৩ সালের আগষ্টে মরহুম সাবেক সাংসদ গোলাম সবুর টুলু খলিফার হাট বাজারে গেলে তার হাত ধরে ছগীর আওয়ামী লীগে যোগ দেন। ২০০৮ এর ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে টুলুর নৌকা মার্কার নির্বাচন করেন ছগীর।

এরপরে ২০১২ সালে চরদুয়ানী ইউনিয়ন আওয়ামীলীগের কমিটিতে সহ-সভাপতি পদ দেয়া হয়ে তাকে। ওই কমিটিতে বাবুল দফাদার ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ছিলেন। যার প্রমাণ হিসেবে ওই কমিটির একটি ফটোকপিও সরবরাহ করেন এই প্রতিনিধিকে তিনি। এই দেড় যুগের দীর্ঘ সময় তিনি বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন আওয়ামী লীগ থেকে বিচ্ছিন্ন হননি বলেও জানান আ.লীগের এই কর্মী।

অপর এক প্রশ্নের জবাবে বাবুল বলেন, কখনো বঙ্গকন্যা শেখ হাসিনার মনোনীত নৌকা মার্কার প্রার্থী নির্বাচন ছাড়া অন্য কিছু করেননি ছগীর। একটি রাজনৈতিক দল থেকে চলে আসার পরেও ওই দল যদি তার নামটি না কাটে; সেখানে ছগীরের অপরাধ কোথায়?

প্রাসঙ্গিক প্রশ্নের জবাবে ছগীর হাওলাদারের মুখোমুখি হলে তিনি বলেন,টুলু সাহেবের হাত ধরে আওয়ামী লীগে যোগ দেয়ার পর এই ১৮ বছরে আমি নৌকা তথা বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ ও লালন করে আসছি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বন্ধুরা আমাকে নিয়ে বিভিন্ন মন্তব্য করলে বিষয়টি আমার দৃষ্টিতে আসে । ঘটনাটি চরম দুঃখজনক। আমি এর প্রতিবাদ জানাচ্ছি মাত্র।

(এটি/এসপি/মার্চ ১১, ২০২১)