আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলী উপজেলা পর্যায়ে আউট অব চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম বিষয়ক অবহতিকরন সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে উপজেলা প্রশাসন ও বে-সরকারী সংস্থা আরডিএফ’র সহযোগিতায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

আমতলী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বরগুনা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মিজানুর রহমান, ওসি মোঃ শাহ আলম হাওলাদার, নারী ভাইস চেয়ারম্যান মোসাঃ তামান্না আফরোজ মনি, উপজেলা আওয়ামীলীগ সভাপতি (ভারপ্রাপ্ত) অ্যাডভোকেট এম এ কাদের মিয়া, অবসরপ্রাপ্ত অধ্যাপক মোঃ শাহজাহান কবির, বে-সরকারী সংস্থা আরডিএফ’র যুগ্ম পরিচালক মোঃ এনামুল হক, আরডিএফ কর্মকর্তা এইচএম খোকন, স্বপন দাশ, মোঃ মনিরুজ্জামান, আমতলী প্রেসক্লাবের সভাপতি মোঃ রেজাউল করিম বাদল, আমতলী সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোঃ জসিম উদ্দিন সিকদার, প্রেসক্লাব সাধারণ সম্পাদক সৈয়দ নুহু-উল আলম নবীন, সাংবাদিক মোঃ হোসাইন আলী কাজী প্রমুখ। সভায় ঝড়ে পরা শিশুদের শিক্ষায় ফিরিয়ে আনার জন্য সকল ধরনের পদক্ষেপের সুপারিশ করেন বক্তারা। এ সভায় সরকারী কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

(এন/এসপি/মার্চ ১১, ২০২১)