শাহ্ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুরে মাদ্রাসার এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক রবিউছ সানী (২৬)কে পুলিশ গ্রেফতার করে জেল-হাজতে পাঠিয়েছে।

ঘটনাটি ঘটেছে,দিনাজপুর শহরের উপকন্ঠে অবস্থিত পুলহাট কাশিমপুর হাফেজিয়া মাদরাসা ও এতিমখানায়। শুক্রবার রাত সাড়ে ১০টায় ওই অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ জানায়, গত ৫ মার্চ রাতে ওই মাদরাসায় ১৩ বছর বয়সী এক ছাত্রকে বলাৎকারের ঘটনা ঘটে।

গ্রেফতার শিক্ষক রবিউছ সানী জেলার চিরিরবন্দর উপজেলার গলাহার গ্রামের আমজাদ হোসেন এর ছেলে।

আজ শনিবার সকালে দিনাজপুর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফ্ফর হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

ওসি মোজাফফর হোসেন জানান, বলাৎকারের শিকার শিশুর পিতা শুক্রবার রাতে থানায় মামলা করেছে। মামলার অভিযোগে উল্লেখ রয়েছে, ৫ মার্চ রাতে মাদ্রাসার ওই শিক্ষক তার ১৩ বছরের ছেলেকে জোরপূর্বক বলাৎকার করে। ঘটনার পর বিষয়টি কাউকে না জানানোর জন্য তাকে ভয়ভীতি প্রদর্শন করে। গত ১১ মার্চ মাদ্রাসা থেকে ছুটি নিয়ে বাসায় আসার পর বিষয়টি পরিবারের সদস্যদের জানায়।

পুলিশ জানায়, অভিযুক্ত শিক্ষক রবিউছ সানীর বিরুদ্ধে ইতিপূর্বে আরও ৩ ছাত্রকে বলাৎকারের অভিযোগ রয়েছে। শুক্রবার মাদ্রাসা কমিটির সদস্যদের বিষয়টি বলাৎকারের শিকার শিশুর পিতা জানায়। এ সময় অভিযুক্ত শিক্ষককে উত্তেজিত জনতা মারধর করে। পরে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পুলিশ নিয়ন্ত্রণে আনে।

আজ শনিবার দুপুরে অভিযুক্ত শিক্ষককে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করেছে।

(এস/এসপি/মার্চ ১৩, ২০২১)