শাহ্ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুরে ঐতিহাসিক মহারাজা মাইন বিস্ফোরণ ঘটনার ৪৯ বছর পর নির্মিত হয়েছে মুক্তিযুুদ্ধ স্মৃতি যাদুঘর।

আজ রবিবার সকালে মহারাজা মাইন বিষ্ফোরণ ঘটনাস্থলে আনুষ্ঠানিক ভাবে মুক্তিযুদ্ধ স্মৃতি যাদুঘর উদ্বোধন করেন, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।

এসময় উপস্থিত ছিলেন, দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার সৈয়দ মোকাদ্দেস হোসেন বাবলু, মুক্তিযোদ্ধা লোকমান হাকিম প্রমুখ।

প্রসঙ্গত, মহান মুক্তিযুদ্ধের পর ১৯৭২ সালের ৬ই জানুয়ারী দিনাজপুরের মহারাজা স্কুল প্রাঙ্গনে মুক্তিযোদ্ধা ট্রানজিট ক্যাম্পে ঘটে ভয়াবহ মাইন বিস্ফোরণ। সেখানে অন্তত ৫ শতাধিক মুক্তিযোদ্ধা নিহত হয়। আহত হয় কমপক্ষে আরও ৩ শতাধিক মুক্তিযোদ্ধা। এই ঘটনার ৪৯ বছর পর মুক্তিযোদ্ধাদের স্মৃতি রক্ষার্থে সেই মহারাজা স্কুল প্রাঙ্গনেই ৬২ লাখ টাকা ব্যায়ে নির্মিত হলো মুক্তিযুদ্ধ স্মৃতি যাদুঘর। যা যুক্তিযুদ্ধের এক গৌরব উজ্জ্বল অর্জন বলে মনে করছেন, ইতিহাসবিদরা।

(এস/এসপি/মার্চ ১৪, ২০২১)