চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুর পুরাণবাজার হরিসভা এলাকায় প্রবাহিত মেঘনা বক্ষে মালবাহী জাহাজ এমভি চিতলমারী তেলবাহী ট্যাংকারের ধাক্কায় নিমজ্জিত হয়। তবে জাহাজে থাকা সারেংসহ সুকানী স্টাফ সকলেই অক্ষত অবস্থায় পাড়ে উঠতে সক্ষম হয়।

মঙ্গলবার সকাল সাড়ে ৭টার সময় চট্টগ্রাম থেকে আসা ঢাকাগামী ১৩শ’ মেঃ টন ফ্লাই আঁশ (ক্লিংকার) বাহী শেখ হেলাল এমপির মালিকানাধীন জাহাজটি হরিসভা এলাকার সামনে মেঘনা নদীর প্রবল স্রোতে বাধার সম্মুখীন হয়। প্রাণপন চেষ্টা করেও জাহাজটি সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়। এক সময় জাহাজটি প্রবল স্রোতের কাছে হার মেনে স্রোতের টানে পেছনে ঘুরে যেতে থাকলে পাশে থাকা হাই¯প্রীড কোম্পানীর তেলবাহী জাহাজ হেকমতের সম্মুখ স্থানে (মাস্তুল) চিতলমারী জাহাজের পেছনে স্রোতের কারণে প্রচণ্ড জোরে আঘাতপ্রাপ্ত হয়ে জাহাজের তলদেশ ফেটে যায়।

জাহাজের সারেং আমিরুল ইসলাম জাহাজটি কিনারে ভিড়ানোর চেষ্টা করেন। কিন্তু পানির গভীরতা আর স্রোতের কারণে তা আর সম্ভব হয়ে উঠেনি। ধীরে ধীরে এমভি চিতলমারী হরিসভা এলাকার মাস্টার বাড়ি সংলগ্ন স্থানে ডুবে যায়।

জাহাজে থাকা মাস্টার আমিরুল ইসলাম, মোঃ মতিউর রহমান রানা, মোঃ গাফ্ফার হোসেন, মোঃ আব্বাস হোসেন, মোঃ দীন ইসলাম, মোঃ সাইফুল হোসেন, মোঃ আজিম মোল্লা, মোঃ তারেক মোল্লা, রিপন মোল্লা, মোঃ আল আমিন, মোঃ আশ্রাফুল, মোঃ রুবেল হোসেনসহ জাহাজে থাকা ১২ জনই জাহাজের বয়া নিয়ে সাঁতরিয়ে অক্ষত অবস্থায় উপরে উঠে আসতে সক্ষম হয়। নদীতে থাকা মাছ ধরার নৌকাসহ পাড়ে থাকা মানুষজন তাদের উপরে উঠতে সহযোগিতা করেন।

সংবাদ পেয়ে পুরাণবাজার ফাঁড়ির অফিসার ইনচার্জ মাহবুব মোল্লাসহ বিআইডব্লিউটিএ’র কর্মকর্তারা আসেন। ৪/৫ দিন যাবৎ অত্র স্থানে পুরাণবাজার অংশের মোল হেড সংলগ্ন মেঘনা নদীতে প্রবলভাবে দক্ষিণ দিকে স্রোত প্রবাহিত হওয়ার কারণে দক্ষিণ অঞ্চল থেকে আসা চাঁদপুরসহ ঢাকা-নারায়ণগঞ্জগামী জাহাজের চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ডুবে যাওয়া জাহাজটির সন্ধান পাওয়া যায়নি। তবে উদ্ধার প্রক্রিয়া চলছে।

(এমজে/এটিআর/আগস্ট ২৬, ২০১৪)