স্টাফ রিপোর্টার : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেড় কেজি স্বর্ণ উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। এ সময় জিয়াউর রহমান(৪০) নামে এক যাত্রীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার সোয়া ১২টার দিকে এ স্বর্ণ উদ্ধার করা হয়।

শুল্ক গোয়েন্দা বিভাগ ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মঈনুল খান এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মালয়েশিয়া এয়ারলাইনসের (এমএইচ১৯৬) বিমানটি রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এসময় যাত্রী জিয়াউর রহমানকে সন্দেহ হলে তাকে তল্লাশি করা হয়।

তল্লাশিকালে তার সঙ্গে থাকা হ্যান্ড ব্যাগ থেকে ১ হাজার ২৭৩ গ্রাম ওজনের দুইটি স্বর্ণের বার ও ১০০ গ্রাম ওজনের গহনা উদ্ধার করা হয়।

যার আনুমানিক মূল্য ৬৫ লাখ টাকা। জিয়াউর রহমানকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

(ওএস/এইচআর/আগস্ট ২৭, ২০১৪)