সাতক্ষীরা প্রতিনিধি : অবৈধ পথে ভারতে যাওয়ার সময় তিন শিশুসহ ১১ জন নারী ও পুরুষকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার রাত ১০ টার দিকে তাদেরকে সাতক্ষীরা সদরের ছয়ঘরিয়া এলাকা থেকে আটক করা হয়।

আটককৃতরা হলো- কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার জিমংখালি গ্রামের মোঃ হাবিবুল্লাহ (১৯), একই গ্রামের মোঃ সরোয়ার (২৬), মোঃ আমানউল্লাহ (১৮), মোঃ ইব্রাহীম (২৯), একই জেলা শহরের ঘোনাপাড়া ল্যাণ্ড রোডের মহিবুল্লাহ (৩২), কক্সবাজার জেলা সদরের জিওখালি গ্রামের হেলালউদ্দিন (২৫), তার স্ত্রী রোকেয়া বেগম (২১) তাদের দু’ শিশু রবিউল ইসলাম (৩) ও জ্যোস্না খাতুন (১৬ মাস), চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার খাতিখোলা গ্রামের পারভিন আক্তার (২২) ও তার ছেলে রবিউল আলম (৩)।

সাতক্ষীরার কুশখালি বিজিবি ক্যাম্পের নায়েক আনোয়ার হোসেন জানান, একদল নারী ও পুরুষ ভারতে যাওয়ার জন্য সদর উপজেলার ছয়ঘরিয়া এলাকায় একত্রিত হয়েছে মর্মে তিনি জানতে পারেন। এরই ভিত্তিতে তার নেতৃত্বে বিজিবি সদস্যরা মঙ্গলবার রাত ১০ টার দিকে ছয়ঘরিয়া মোড় থেকে সীমান্তের দিকে যাওয়ার সময় তিনজন শিশুসহ ১১জন নারী ও পুরুষকে আটক করা হয়।

আটককৃতরা জানায় তারা ভারতে কাজ করতে যাচ্ছিল।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম রহমান জানান, এ ব্যাপারে কুশখালি বিজিবি ক্যাম্পের নায়েক আনোয়ার হোসেন বাদি হয়ে আটককৃতদের বিরুদ্ধে পাসপোর্ট আইনের ১১(সি) ধারায় একটি মামলা দায়ের করেছেন। আটককৃতদের আজ সকালে আদালতে পাঠানো হবে।

(আরকে/এইচআর/আগস্ট ২৭, ২০১৪)