চুয়াডাঙ্গা প্রতিনিধি : বিক্রির উদ্দেশ্যে পচা ও বাসি খাবার হোটেলে রাখার অপরাধে চুয়াডাঙ্গা বড়বাজারের ভোজন বিলাস হোটেল মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও শহরের কেদারগঞ্জ এলাকার মোর্তুজা হোটেল মালিককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। হোটেল মালিকদ্বয় জরিমানার টাকা পরিশোধ করেছেন।

মঙ্গলবার রাত ৯টায় চুয়াডাঙ্গার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনিবুর রহমান এ আদেশ দেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনিবুর রহমান জানান, রাত ৯টায় চুয়াডাঙ্গা বড় বাজারের খাবার হোটেল ভোজন বিলাসে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এসময় ভোজন বিলাস হোটেল থেকে খাওয়ার অনুপযোগি বিভিন্ন খাবার বিনস্ট ও হোটেল মালিক এএনএম আরিফকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

একই আদালত এর আগে কেদারগঞ্জ বাজারের মোর্তুজা হোটেল মালিককে হোটেলে পরিস্কার পরিচ্ছন্ন পরিবেশ না থাকায় পাঁচ হাজার টাকা জরিমানা করে।

ভ্রাম্যমান আদালতের অভিযান চলাকালে সেনেটারি ইন্সপেক্টর জামাত আলী ও আইন শৃংখলা রক্ষার জন্য সঙ্গীয় ফোর্সসহ চুয়াডাঙ্গা সদর থানার এএসআই শুকুর আলী উপস্থিত ছিলেন।

হোটেল মালিকদ্বয় জরিমানার টাকা তৎক্ষণাত পরিশোধ করেন।

(জেএ/এইচআর/আগস্ট ২৭, ২০১৪)