আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশালের আগৈলঝাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগ প্রধান কার্যলয়সহ উপজেলার বিভিন্ন সরকারী বে-সরকারী প্রতিষ্ঠানে সেজেছে রঙ্গিন সাজে। আলোকসজ্জা করা হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানে। সব মিলে চোখ জুড়ানো নয়নাভিরাম দৃশ্য এখন সর্বত্র।
স্মরনাতীত কালের বর্নিল সাজে সজ্জিত করা হয়েছে উপজেলা আওয়ামী লীগের প্রধান কার্যালয়। যা ইতোমধ্যই নজর কেড়েছে সবার।

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের শততম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস। যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করতে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। সড়ক, মহাসড়কে শোভা পাচ্ছে জাতির পিতা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দক্ষিনাঞ্চলের অবিসংবাদিত নেতা, কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্বাহী সদস্য (মন্ত্রী) আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ, জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য সেরনিয়াবাত আশিক আবদুল্লাহর ছবি সম্বলিত বিভিন্ন ডিজাইনের রঙ্গিন ব্যানার, ফেস্টুন, ফ্লাগ। অপরুপ সাজে সজ্জিত করতে গত এক সপ্তাহ যাবত নিরলস পরিশ্রম করে যাচ্ছেন দলীয় নেতা কর্মীরা। বুধবার দিবসটি পালন উপলক্ষে দলীয় কর্মসুচি পালন শেষে সজ্জিত ওই মঞ্জে অনুষ্ঠিত হবে বিভীন্ন শিল্পীর সমন্বয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন জানান, জাতির পিতার জন্ম শত বার্ষিকী পালন করতে বর্নাঢ্য আয়োজনের কোন কমতি নেই। অনুষ্ঠানে দলীয় নেতা-কর্মিসহ ব্যপক লোক সমাগমেরও প্রস্তুতি গ্রহন করা হয়েছে।

এছাড়াও আগৈলঝাড়া সরকারি শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ, আগৈলঝাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, গৈলা মডেল ইউনিয়ন পরিষদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন দোকান ও সরকারী স্থাপনাসহ সড়কের দুই পাশে মোড়ে মোড়ে শোভা পাচ্ছে বৈদ্যুতিক আলোর ঝলকানি।

(টিবি/এসপি/মার্চ ১৬, ২০২১)