বিনোদন ডেস্ক : আগামী ৫ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে ‘লাভ স্টেশন’ সিনেমাটি। পরিচালক শাহাদত্ হোসেন লিটন পরিচালনা করেছেন সিনেমাটি। আর এই সিনেমার মাধ্যমে ঢালিউডে অভিষেক ঘটতে যাচ্ছে মিষ্টি জান্নাত নামের নতুন এক নায়িকার। হাল সময়ের ব্যস্ত উঠতি তারকা বাপ্পির বিপরীতে অভিনয় করেছেন মিষ্টি। এখানে মিষ্টির চরিত্র নাম কাজল এবং বাপ্পি অভিনয় করেছেন নাম নিবিড় নামের যুবকের চরিত্রে। সিনেমার  গল্পে দেখা যাবে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পরীক্ষা শেষ করে নিজের শহর চট্টগ্রামে যাওয়ার পথে নিবিড়ের সঙ্গে রেল স্টেশনে দেখা হয় ঢাকার স্থায়ী বাসিন্দা কাজলের সঙ্গে।

স্বভাব অনুযায়ী ট্রেনের টিকিট কাউন্টারেই মেয়েদের সঙ্গে দুষ্টুমি করতে থাকে নিবিড়। নিবিড়ের এই বিষয়টি বাড়াবাড়ি মনে হতে থাকে লাইনে থাকা কাজলের। আর নাটকীয়তার শুরু এখান থেকেই। তারপর ট্রেন বিলম্ব, নানা ঘটন অঘটনে ক্রমশ আকর্ষণীয় হয়ে ওঠে পুরো স্টেশন। নাটকীয়তা আরও জমে যায় যখন দেখা যায় কাজল এবং নিবিড়ের পাশাপাশি সিট পড়ে। জীবনের প্রথম সিনেমা নিয়ে মিষ্টি জান্নাত বলেন, ‘আমার নিজের কিছু বলা একদম বোকামিই হবে। আমার একটাই প্রত্যাশা আমার শুরুটা যেন জমজমাট হয়। মূলত এই টার্গেট নিয়েই আমার চলচ্চিত্রে আসা।’ লাভ স্টেশন সিনেমায় আরও কয়েকটি চরিত্রে অভিনয় করেছেন আলেকজাণ্ডার বো, শাহনূর, মারুফ আকিব, কাজী হায়াত্, রেহেনা জলি, রাশেদা চৌধুরীসহ আরও অনেকে।

(ওএস/এইচআর/আগস্ট ২৭, ২০১৪)