বিনোদন ডেস্ক : দিলরুবা সাথী, স্যাটেলাইট চ্যানেলে চ্যানেল আইয়ের একজন নিয়মিত উপস্থাপিকা। এই চ্যানেলের ‘গানে গানে সকাল শুরু’ কিংবা ‘সিটিসেল তারকা কথন’র নিয়মিত উপস্থাপিকা তিনি। এর বাইরেও বিশেষ বিশেষ দিবসে ভিন্ন ভিন্ন অনুষ্ঠানেরও উপস্থাপনা করে থাকেন তিনি। খুব বেশি দিন হয়নি উপস্থাপনার সঙ্গে তার সখ্যতা। কিন্তু চ্যানেল আইতে দুটি অনুষ্ঠান উপস্থাপনা করে একজন উপস্থাপিকা হিসেবে বেশ সুনাম অর্জন করেছেন।

চ্যানেল আইতে বিভিন্ন অনুষ্ঠানের উপস্থাপনা করলেও এবারই প্রথম দিলরুবা সাথী কোনো সুন্দরী প্রতিযোগিতার উপস্থাপনা করতে যাচ্ছেন। ‘কুমারিকা মিস ন্যাচারাল-২০১৪’ এর উপস্থাপনা করবেন দিলরুবা সাথী। রাজধানীর বারিধারার প্রগতি স্মরণীতে অবস্থিত ‘এ্যাট্রিম রেস্টুরেন্ট’-এ এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব আজ অনুষ্ঠিত হবে। সন্ধ্যা ঠিক সাতটায় অনুষ্ঠানটি শুরু হবে। মূলত অনলাইনে এই প্রতিযোগিতা চলে বিগত বেশ কিছুদিন যাবত্। সেখান থেকে চূড়ান্ত পর্বে সেরা ১০ জনকে নিয়েই আজকের এই অনুষ্ঠান। ১০ জন প্রতিযোগী থেকেই সেরা তিনজনকে বাছাই করে নেয়া হবে। ভিন্ন ধরনের একটি অনুষ্ঠানের উপস্থাপনা প্রসঙ্গে দিলরুবা সাথী বলেন, ‘সব সময় তো লাইভ অনুষ্ঠানেরই উপস্থাপনা করি আমি। ইচ্ছে ছিল কোনো সুন্দরী প্রতিযোগিতার উপস্থাপনা করার। আজ সে সুযোগটি পেয়েছি। আশা করি খুব ভালোভাবে অনুষ্ঠানটি শেষ করতে পারব।’ সাথী উপস্থাপনা ও অভিনয়ের বাইরে মডেলিংয়েও নিজেকে মেলে ধরার চেষ্টা করছেন। ক্যানকা ডিভিডি, নোভা টেলিভিশন, স্মার্ট মেহেদী ইত্যাদি বিজ্ঞাপন চিত্রের মডেল হয়েছেন তিনি। মাসুদ চৌধুরীর পরিচালনায় ‘কারে তুমি বাসো ভালো’, ‘অতৃপ্ত কামনা’ এবং রবিন খানের ‘ফাইন জামাই’ তার অভিনীত উল্লেখযোগ্য নাটক।

(ওএস/এইচআর/আগস্ট ২৭, ২০১৪)