পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি : প্রতি বছরের ন্যায় এ বছরেও ওড়াকান্দি হরিচাঁদ ঠাকুরের অনুসারী মতুয়া ভক্তদের উদ্যোগে পাথরঘাটায় বিশাল হরি সম্মেলন শুরু হয়েছে।

এই উপলক্ষে ১৭ মার্চ বুধবার দুপুর ১২ টায় মতুয়া সম্প্রদায় এর উদ্যোগে পাথরঘাটা পৌরশহরে একটি রেলি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পৌরসভার ৬নং ওয়ার্ডের হরি মন্দিরের সামনে একটি মাঠে রাতভর মতুয়া সম্প্রদায় এর উদ্যোগে হরি ভক্তদের মিলন মেলা ধর্মসভা অনুষ্ঠিত হবে।

গোপালগঞ্জের ওড়াকান্দি ঠাকুর বাড়ির সুব্রত ঠাকুর এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। এছাড়াও দেশের বিভিন্ন স্থান থেকে বেশ কয়েকটি মতুয়া দল এই মেলায় অংশগ্রহণ করবে বলে কর্তৃপক্ষ জানিয়েছেন।
পাথরঘাটা মতুয়া সম্মেলন এর আয়োজকদের পক্ষ থেকে মতুয়া অবসরপ্রাপ্ত শিক্ষক প্রফুল্ল মিত্র, মতুয়া ভক্ত বিলাস চন্দ্র মিত্র সাংবাদিকদের জানান, এই অনুষ্ঠানে এখন পর্যন্ত কোনো সমস্যা সৃষ্টি হয়নি। প্রশাসনসহ স্থানীয়রা তাদের সার্বিক সহযোগিতা করছে।

পাথরঘাটা পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর রফিকুল ইসলাম কাকন জানান , মতুয়া সম্প্রদায়ের এইঅনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করবেন তিনি। অনুষ্ঠানে আগত সকল ভক্তদের জন্য খাবারের রব্যবস্থাও রয়েছে।

(এটি/এসপি/মার্চ ১৭, ২০২১)