ঠাকুরগাঁও প্রতিনিধি : নছিমন-করিমন, থ্রি হুইলার সহ অবৈধ যান চলাচল বন্ধ এবং শ্রমিক নির্যাতনের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ের অভ্যন্তরীন রুটে ৪র্থ দিনের মত বুধবারও মিনিবাস চলাচল বন্ধ রয়েছে। এদিকে বুধবার দুপুরে একই দাবীতে বিক্ষোভ মিছিল করেছে মটর পরিবহন শ্রমিকরা। বাস চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছে সাধারণ যাত্রীরা।

জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল জব্বার জানায় ,অবৈধ যানবাহন বন্ধে প্রশাসনের নিকট মটর পরিবহন মালিক ও শ্রমিকদের দেওয়া ৩ মাসের আল্টিমেটামের সময় সীমা পার হলেও অবৈধ যানবাহন চলাচল বন্ধ হয়নি। এ জন্যই অনিদ্দিষ্ট কালের বাস ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গেল রোববার সকালে জেলার নেকমরদ বাস ষ্ট্যান্ডে এলাকায় থ্রীহুলার শ্রমিকরা তাদের যাত্রীষ্ট্যান্ড স্থাপন করলে মটর পরিবহন শ্রমিকরা বাধা দেয়। এ নিয়ে তাদের মধ্যে আবারো বিরোধ হলে মটর পরিবহণ শ্রমিকরা জেলার অভ্যন্তরীন রুটে মিনিবাস চলাচল বন্ধ করে দেয়।

(জেএবি/এটিআর/আগস্ট ২৭, ২০১৪)