জামালপুর প্রতিনিধি : সুনামগঞ্জের শাল্লায় হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা ভাংচুর ও লুটপাটের ঘটনায় জামালপুরে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ করেছে উদীচী শিল্পীগোষ্ঠী।

শুক্রবার (১৮ মার্চ) বিকেল ৪ টায় শহরের দয়াময়ী মোড়ে এই প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ অনুষ্ঠিত হয়।

মুক্তিযোদ্ধা আলী ইমাম দুলালের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি মোজাহারুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ তানভীর আহমেদ, ঘাতক দালাল নির্মূল কমিটি জামালপুর জেলা শাখার আহ্বায়ক মুক্তা আহমেদ, সদস্য সচিব ডা. হাফিজুর রহমান আকবর, জামালপুর যুব ইউনিয়নের সহ-সভাপতি সুবিনয় রায় তপু, উদীচী শিল্পীগোষ্ঠী জামালপুর জেলা সংসদের সহ-সভাপতি পার্থ প্রতিম দে প্রমুখ। প্রতিবাদী সমাবেশটি সঞ্চালন করেন জামালপুর উদীচীর সদস্য আবু সাইদ রিফাত।

সমাবেশে গান ও বক্তৃতায় সুনামগঞ্জের শাল্লা উপজেলার নয়াগাঁওয়ে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা ভাংচুর ও লুটপাটের ঘটনায় তীব্র নিন্দাসহ প্রতিবাদ জানানো হয়। সেই সঙ্গে দোষীদের দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানান বক্তারা।

(আরআর/এসপি/মার্চ ১৯, ২০২১)