আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : প্রতিদ্বন্ধী মেম্বার প্রার্থীর নির্দেশে তার সমর্থকরা কুপিয়ে মারাত্মক জখম করেছে অপর প্রার্থীর সমর্থক বাবুল গাইনকে। এ ঘটনার প্রতিবাদে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শুক্রবার সকালে মানববন্ধন বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে এলাকাবাসী।

জেলার গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের পশ্চিম চন্দ্রহার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় স্থানীয় যুবলীগ নেতা রেমন তালুকদারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন দিলু হাওলাদার, কামরুল আসাদ রনি, অনিল দেবনাথ, ছাত্রলীগ নেতা অসিম বেপারী, সুমন সিকদার প্রমুখ। শেষে স্থানীয় সড়কের দুইপাশে গ্রামের শত শত নারী-পুরুষ ঘন্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, প্রথমধাপে বাটাজোর ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১১ এপ্রিল। এ নির্বাচনে ৫নং ওয়ার্ডের সাধারণ ইউপি সদস্য প্রার্থী ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ হোসেন বেপারীর সমর্থক বাবুল গাইনকে বুধবার দিবাগত রাতে প্রতিদ্বন্ধী মেম্বার প্রার্থী ক্ষিতিশ চন্দ্র পালের নির্দেশে তার সমর্থকরা হত্যার উদ্দেশ্যে কুপিয়ে মারাত্মক জখম করে। গুরুত্বর অবস্থায় বাবুল গাইনকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর পুলিশ এজাহারভূক্ত আসামি শান্ত হালদারকে গ্রেফতার করেছে।

(টিবি/এসপি/মার্চ ১৯, ২০২১)